BCCIJ

Bangladesh Chamber of Commerce and Industry Japan



JETRO প্রধান জনাব, ইউজি আন্দো ( Yuji Ando) এর সঙ্গে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি, জাপান ( বি.সি.সি.আই.জে) এর সভাপতি জনাব, বাদল চাকলাদার এবং কার্যকরী পরিষদের সহ-সভাপতি এহসান সামীম এর সৌজন্য সাক্ষাত

গত ২৫শে, এপ্রিল ২০২২ ইং (সেমবার )বাংলাদেশদেশের JETRO প্রধান জনাব, ইউজি আন্দো ( Yuji Ando) এরসঙ্গে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি, জাপান ( বি.সি.সি.আই.জে) এর সভাপতি জনাব, বাদল চাকলাদার এর নির্বাচিত কার্যকরী পরিষদের সহ-সভাপতি এহসান সামীম এক সৌজন্য সাক্ষাৎ করেন।JETRO প্রধানকে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি জাপান (বি.সি.সি.আই.জে)এর বিগত কাযর্ক্রম ও পরবর্তী পরিকল্পনা গুলো উপস্থাপন করেন। এছাড়াও বি.সি.সি.আই.জে) এর সভাপতি জনাব, বাদল চাকলাদার বাংলাদেশদেশের JETRO প্রধান জনাব, ইউজি আন্দোর কাছে সহযোগিতা কামনা করেন, এবং JETRO প্রধান তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।