BCCIJ
Bangladesh Chamber of Commerce and Industry Japan
আস্সলামু আলাইকুম। বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি জাপান(বি.সি.সি.আই.জে) এর সকল সন্মানিত সদস্য সদস্যা দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি, জাপান (বি.সি.সি.আই.জে) এর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন মতামত, আমাদের দৃষ্টিগোচর হয়েছে । বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি, জাপান (বি.সি.সি.আই.জে), জাপান এবং বাংলাদেশে ব্যবসায় ও শিল্প ক্ষেত্রে বেসরকারী ব্যবসায়িদের স্বার্থ রক্ষার্থে শীর্ষ পর্যায়ের সংগঠন হিসেবে প্রতিনিধিত্ব করে। অতএব সকল সন্মানিত সদস্য সদস্যা দেরকে, বাংলাদেশ চেম্বারঅফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি জাপান বি.সি.সি.আই.জে এর কার্যক্রম সম্পর্কে যেকোন তথ্যের প্রয়োজন হলে (বি.সি.সি.আই.জে)এর নির্ধারিত অফিশিয়াল প্ল্যাটফর্মে তা জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে তা পোস্ট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।আমরা সকলেই অবগত আছি যে, করোনা ভাইরাস (COVID-19 ) থেকেও বর্তমানে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও করোনাকে বিশ্ব মহামারী আখ্যায়িত করেছে এবং জাপান সরকার টোকিও ও এর পার্শ্ববর্তী ৩ জেলায় ( চিবা, সাইতামা, কানাগাওয়া) জরুরী অবস্হা ঘোষণা করেছে।এমতাবস্থায় বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ইন জাপান, এর পূর্ব নির্ধারীত কার্যক্রমগুলো সঠিক সময়ে করতে না পারার জন্য আন্তরিক ভাবে দুঃখিত।সংশ্লিষ্ট- সকল সন্মানিত সদস্য সদস্যার অবগতির-জন্য-জানানো-যাচ্ছে-যে ...মহামারী করনার সার্বিক অবস্হা স্বাভাবিক হলে নিম্নলিখিত কার্যক্রমগুলো বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হবে।1. সকল সন্মানিত সদস্য সদস্যার দ্বারাএকটি সাধারণ সভার আয়োজন করা । 2. সদস্যপদ আপডেট করে , ভোটার তালিকা তৈরি করা । 3. নতুন একটি নির্বাচন কমিশন তৈরি করা । 4. নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের ব্যবস্থা গ্রহন করা।বাংলাদেশ চেম্বার অফ কমার্স (বিসিসিআইজে) এর পরবর্তী কার্যক্রম সম্পর্কে তথ্যের প্রয়োজন হলে, দয়া করে নিম্নলিখিত (বি.সি.সি.আই.জে) এর ওয়েব পেজ থেকে সংগ্রহ করার জন্য সংগঠনের সকল সদস্যদের বিশেষ অনুরোধ করছি। ধন্যবাদ http://www.bccij.com/ নিবেদক, বাদল চাকলাদার, (সভাপতি)বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি, জাপান (বি.সি.সি.আই.জে) এম.ডি. নাছিরুল হাকীম, (সাধারণ সম্পাদক) বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি, জাপান (বি.সি.সি.আই.জে)